TRENDING:

Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ

Last Updated:

রাঘোপুর কেন্দ্র থেকে এখনও পিছিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব৷ বেলা তিনটেতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৮২৯ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷

advertisement
বিহারের নির্বাচনের ফল বেরোতেই বিপর্যয় নেমে এসেছে বিরোধী শিবিরে৷ গত বিধানসভা ভোটে আরজেডি দুর্দান্ত ফল করলেও এবার গেরুয়া ঝড়ে তাদের প্রধান বিরোধী দলের তকমা পাওয়াই দায়৷ তার উপর আবার এবারের নির্বাচনে আরজেডি-র প্রধান মুখ তেজস্বী যাদব নিজেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন৷ তেজস্বী শেষ পর্যন্ত নিজের কেন্দ্র রাঘোপুর রক্ষা করতে পারবেন কি না, তা নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে৷
রাবড়ি দেবীর পর তেজস্বীকেও হারাবেন সতীশ?
রাবড়ি দেবীর পর তেজস্বীকেও হারাবেন সতীশ?
advertisement

রাঘোপুর কেন্দ্র থেকে এখনও পিছিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব৷ বেলা তিনটেতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৮২৯ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷ তেজস্বীকে কঠিন এই পরীক্ষার মুখে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী সতীশ কুমার৷ তবে এই প্রথম নয়, ২০১০ সালে এই সতীশ কুমারই লালু পত্নী রাবড়ি দেবীকেও পরাজিত করেছিলেন৷ সেটাও এই রাঘোপুর কেন্দ্র থেকেই৷

advertisement

কে এই সতীশ কুমার? ৫৯ বছর বয়সি বিজেপি প্রার্থীর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল আরজেডি থেকেই৷ যাদব সম্প্রদায়ের প্রতিনিধি অন্যতম প্রভাবশালী এই নেতা পরবর্তী সময়ে নীতীশ কুমারের জেডিইউ-তে যোগ দেন৷ ২০০৫ সালে তাঁকে রাঘোপুর কেন্দ্র থেকে প্রার্থী করে জেডিইউ৷ সেবার ২৫ হাজারের বেশি ভোটে জয়ী হন রাবড়ি দেবী৷

যদিও ২০১০ সালেই এই হারের বদলা নেন সতীশ কুমার৷ রাঘোপুর থেকেই সেবার ১৩ হাজার ভোটে রাবড়ি দেবীকে পরাজিত করেন সতীশ৷ তবে ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে অবশ্য রাঘোপুর থেকে পর পর দু বার তেজস্বী যাদবের কাছে পরাজিত হন সতীশ কুমার৷ চল্লিশ শতাংশেরও কম ভোট পান তিনি৷ তবে এবারের নির্বাচনে রাঘোপুর কেন্দ্রে এখনও পর্যন্ত পরিস্থিতি, তাতে ফের পাশা পাল্টে দিতে পারেন সতীশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় ঘোরার মজাই এবার আলাদা, শীতে বিরাট চমক, বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
আরও দেখুন

শেষ পর্যন্ত সতীশ কুমারের কাছে যদিও তেজস্বী যাদব পরাজিত হন, তাহলে বিহারে বিরোধী শিবিরের কফিনে শেষ পেরেক পড়ার মতোই হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল