TRENDING:

Kolkata Metro: নোয়াপাড়া কারশেডে বিভ্রাট, সপ্তাহের শুরুতেই বন্ধ ছিল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো

Last Updated:

সপ্তাহের শুরুর দিন, সাত সকালেই মেট্রোয় বিপত্তি। সোমবার সকালে নোয়াপাড়া কারশেডে বিভ্রাট। ফলে, প্রায় ঘণ্টাখানেক দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সপ্তাহের শুরুর দিন, সাত সকালেই মেট্রোয় বিপত্তি। সোমবার সকালে নোয়াপাড়া কারশেডে বিভ্রাট। ফলে, প্রায় ঘণ্টাখানেক দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল।
সোমবার সকালে নোয়াপাড়া কারশেডে বিভ্রাট
সোমবার সকালে নোয়াপাড়া কারশেডে বিভ্রাট
advertisement

মেট্রো সূত্রে খবর, কারশেডে মেট্রো রেক নিয়ে যাওয়া যাচ্ছিল না। ফলে, দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়া সম্ভব হয়নি। বিভ্রাটের জেরে প্রায় ঘণ্টাখানেক চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও অফিস কর্মীরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, কিছু ক্ষণ আগে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করা হয়েছে।

অন্যদিকে, সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। শুধু সংখ্যা নয়, বাড়ছে মেট্রো পরিষেবার সময়ও। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ’কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শিয়ালদহ থেকে সল্টলেক গ্রিন লাইনে ১ টি বাড়তি ট্রেন চালানো হবে। এবার থেকে আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৮টি মেট্রো চলবে। আগে চলত মোট ১০৬টি মেট্রো।

advertisement

১১ তারিখ থেকে মেট্রো পরিষেবা সকাল ৬টা ৫৫মিনিটের পরিবর্তে শুরু হবে সকাল ৬টা ৩৫ মিনিট থেকে। শিয়ালদহ থেকে সল্টলেকের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৩৫ মিনিটে যা আগে ছাড়ত ৬টা ৫৫ মিনিটে। একইভাবে সল্টলেক থেকে শিয়ালদহের দিকের প্রথম মেট্রো ৭ টার পরিবর্তে ছাড়বে ৬টা ৪০ মিনিটে। হাওড়া ময়দান থেকে সল্টলেকে এখন আপ-ডাউন মিলিয়ে ১৩০ টি মেট্রো চলে। সোমবার থেকে চলবে ১৩৪টি মেট্রো। পরিষেবা সকাল ৭টার পরিবর্তে শুরু হবে ৬টা ৩০ মিনিটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
আরও দেখুন

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। রাতের মেট্রোর ক্ষেত্রে কোনও সময়সূচির পরিবর্তন করা হয়নি। ৯টা ৪৫ মিনিটে উভয় দিক থেকে শেষ মেট্রো ছাড়বে। পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটের মেট্রোর সংখ্যাও বাড়ছে। এখন এই রুটে চলে ৭২টি রেক। সোমবার থেকে চলবে ৮০টি মেট্রো। এই রুটেও সময়েও পরিবর্তন করা হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। যা এখন ছাড়ে সকাল ৮টায়। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ১৪ মিনিটে যা এখন ছাড়ে ৭টা ৫৭ মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৩৬ মিনিটে যা এখন ছাড়ে ৮টা ১৫ মিনিটে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: নোয়াপাড়া কারশেডে বিভ্রাট, সপ্তাহের শুরুতেই বন্ধ ছিল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল