নির্দেশে এও বলা হয়েছে যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হবে।
তার রিপোর্ট চূড়ান্ত বলে গণ্য হবে। পাশাপাশি যে সংস্থা কাজ করবে তাদের অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। বিনা অনুমতিতে কাজ হলে ব্যবস্থা নেবে পুরসভা।
আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে ‘ঘুম’ কমতে থাকে জানেন…? চমকে দেবে ‘গবেষণা’, সতর্কতা জরুরি!
advertisement
প্রসঙ্গত, বাঘাযতীনে বহুতল হেলে পড়া কাণ্ডে তোলপাড় পরে গিয়েছে শহর জুড়ে। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়৷ দক্ষিণ চব্বিশ পরগণার বকখালির একটি হোটেল থেকে সুভাষ রায়কে গ্রেফতার করে পুলিশ৷ গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল৷ ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার৷
অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে৷ শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার৷ এই ঘটনার পরেই প্রশাসনিক তরফে বাড়ি তৈরি ও বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া হয়েছে পুরসভা ও রাজ্য পুর ও নগরায়ন দফতর।
