TRENDING:

House Rules: বাঘাযতীনের ঘটনার পর কড়া রাজ্য! বাড়ি করতে মানতে হবে কী কী? 'জ্যাকিং আপ' নিয়ে এল বিরাট নির্দেশ!

Last Updated:

House Rules: বাঘাযতীনের ঘটনার পরে কড়া পদক্ষেপ রাজ্যের। বাড়ি জ্যাকিং আপ নিয়ে এবার কড়া হচ্ছে পুর ও নগরায়ণ দফতর। বাড়ি জ্যাকিং আপ করতে পুরসভা থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাঘাযতীনের ঘটনার পরে কড়া পদক্ষেপ রাজ্যের। বাড়ি জ্যাকিং আপ নিয়ে এবার কড়া হচ্ছে পুর ও নগরায়ণ দফতর। বাড়ি জ্যাকিং আপ করতে পুরসভা থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। পুরসভা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যেখানে কাজ হবে, সেখানে মাটি পরীক্ষার রিপোর্ট দেখতে হবে। পুরসভা সন্তোষজনক রিপোর্ট দিলে তবেই করা যাবে কাজ।
বাড়ি করতে মানতে হবে কী কী?
বাড়ি করতে মানতে হবে কী কী?
advertisement

নির্দেশে এও বলা হয়েছে যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হবে।

তার রিপোর্ট চূড়ান্ত বলে গণ্য হবে। পাশাপাশি যে সংস্থা কাজ করবে তাদের অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। বিনা অনুমতিতে কাজ হলে ব্যবস্থা নেবে পুরসভা।

আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে ‘ঘুম’ কমতে থাকে জানেন…? চমকে দেবে ‘গবেষণা’, সতর্কতা জরুরি!

advertisement

প্রসঙ্গত, বাঘাযতীনে বহুতল হেলে পড়া কাণ্ডে তোলপাড় পরে গিয়েছে শহর জুড়ে। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়৷ দক্ষিণ চব্বিশ পরগণার বকখালির একটি হোটেল থেকে সুভাষ রায়কে গ্রেফতার করে পুলিশ৷ গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল৷ ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার৷

advertisement

আরও পড়ুন: ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা…! আগামী ৪৮ ঘণ্টা ঝড়-জল কাঁপাবে ৮ রাজ্য! কুয়াশার চোখরাঙানি ১৫ রাজ্যে, শৈত্যপ্রবাহ হুঁশিয়ারি ২ রাজ্যে, কী হবে বাংলায়?

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে৷ শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার৷ এই ঘটনার পরেই প্রশাসনিক তরফে বাড়ি তৈরি ও বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া হয়েছে পুরসভা ও রাজ্য পুর ও নগরায়ন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
House Rules: বাঘাযতীনের ঘটনার পর কড়া রাজ্য! বাড়ি করতে মানতে হবে কী কী? 'জ্যাকিং আপ' নিয়ে এল বিরাট নির্দেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল