TRENDING:

আলাদা করে আর রেল বাজেট নয়

Last Updated:

দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্য ভেঙে আলাদা করে রেল বাজেট ঘোষণায় ইতি টানতে চলেছে কেন্দ্রীয় সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্য ভেঙে আলাদা করে রেল বাজেট ঘোষণায় ইতি টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সাধারণ বাজেটের সময়ই রেল বাজেট ঘোষণার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। রেল বাজেটকে সাধারণ বাজেটের অংশ হিসেবেই ধরা হবে। ফলে, রেলওয়ে কমিটিও ভেঙে দেওয়া হবে। অর্থমন্ত্রকের একটি নোটে দুটি বাজেটের একত্রীকরণের কথা জানানো হয়েছে।
advertisement

২৫ জানুয়ারি থেকে বাজেট সেশন চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে ওই নোটে। আগামী বছর থেকে একই দিনে একইসঙ্গে পেশ হবে এই দুই বাজেট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

প্রায় নয় দশকের পুরনো পরম্পরা ভেঙে স্বাধীন ভারতে প্রথমবার রেলের জন্য কোনও আলাদা বাজেট থাকবে না ৷ বাজেট কাঠামো পুনর্গঠনের প্রস্তাব তুলে অর্থমন্ত্রী অরুণ জেটলি রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটকে সংযুক্ত করার কথা বলেন ৷ দুই বাজেটের সংযুক্তিকরণের সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে সায় জানায় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ এর ফলে রেলের কর ঘাটতিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘাড়ে চাপবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আলাদা করে আর রেল বাজেট নয়