২৫ জানুয়ারি থেকে বাজেট সেশন চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে ওই নোটে। আগামী বছর থেকে একই দিনে একইসঙ্গে পেশ হবে এই দুই বাজেট ৷
প্রায় নয় দশকের পুরনো পরম্পরা ভেঙে স্বাধীন ভারতে প্রথমবার রেলের জন্য কোনও আলাদা বাজেট থাকবে না ৷ বাজেট কাঠামো পুনর্গঠনের প্রস্তাব তুলে অর্থমন্ত্রী অরুণ জেটলি রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটকে সংযুক্ত করার কথা বলেন ৷ দুই বাজেটের সংযুক্তিকরণের সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে সায় জানায় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ এর ফলে রেলের কর ঘাটতিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘাড়ে চাপবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2016 10:47 AM IST
