TRENDING:

Primary Tet: ২০২২ এর টেট উত্তীর্ণদের জন্য বড় খবর! শনিবার সন্ধ্যা থেকেই ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট

Last Updated:

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পর্ষদের ওয়েবসাইট মারফত ডাউনলোড করতে পারবেন টেট উত্তীর্ণরা সার্টিফিকেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২২ এ টেট উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফল প্রকাশের দু'মাসের মাথাতেই টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দিতে শুরু করল পর্ষদ। যাকে নজিরবিহীন হিসাবে দাবি করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। এদিন সন্ধে ছটার পর থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত টেটের সার্টিফিকেট ডাউনলোড করার সুযোগ পাবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা।
২০২২ এর টেট উত্তীর্ণদের জন্য বড় খবর! শনিবার সন্ধ্যা থেকেই ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট
২০২২ এর টেট উত্তীর্ণদের জন্য বড় খবর! শনিবার সন্ধ্যা থেকেই ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট
advertisement

গত বছরের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট নেয়। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে তার ফল প্রকাশ করে। ফল প্রকাশ করার পর রিভিউ ও স্ক্রুটিনি করারও সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের। সেই রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশের পর পর এদিন পরীক্ষার্থীদের সার্টিফিকেট ডাউনলোড করার নির্দেশিকা জারি করল।

আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগের সুবর্ণ সুযোগ! দেখে নিন

advertisement

অন্যদিকে ২০২২ এর পাশপাশি ২০১৪ এর টেট উত্তীর্ণদের জন্য বড় সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল শুক্রবার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার বিকেল থেকেই টেট উত্তীর্ণরা পাবেন শংসাপত্র বা সার্টিফিকেট পেতে শুরু করেছে। হাইকোর্টের নির্দেশ ছিল ৩০শে এপ্রিলের মধ্যেই শংসাপত্র দিতে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে শুক্রবার নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ২০১৪ টেট উত্তীর্ণরা শুক্রবার বিকেল থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে www.wbbpe.org ,wbbprimaryeducation.org এই দুটি ওয়েবসাইট থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন টেটের সার্টিফিকেট।

advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর প্রায় ৬৫ হাজার টেট উত্তীর্ণ পরীক্ষার্থী আবেদন করেছিলেন শংসাপত্রের জন্য। গত ১৬ ই মার্চ পর্যন্ত ২০১৪ এর যে টেট উত্তীর্ণরা আবেদন করেছিলেন তাদের পাশাপাশি পরবর্তীকালে যারা আবেদনের সুযোগ পাননি তাদের ও ফের সুযোগ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। মূলত এই সুযোগ ২০১৪ এর টেট উত্তীর্ণদের দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার অধীনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন

পর্ষদ সূত্রে আরো জানা গেছে এরপর ২০১৭ এর টেট উত্তীর্ণদের খুব শীঘ্রই সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এই বিষয় নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ। ইতিমধ্যেই তার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে পর্ষদ বলেই জানা গেছে। সেক্ষেত্রে কয়েক লক্ষ টেট উত্তীর্ণরা পর্ষদের থেকে শংসাপত্র পাবেন বলেই মনে করা হচ্ছে। যদিও ২০১৭ এর টেট উত্তীর্ণ দের কবে থেকে সার্টিফিকেট দেওয়া হবে সেই বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলতে চাননি পর্ষদ সভাপতি গৌতম পাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নারকেলের মধ্যে জন্ম নিচ্ছে বিভিন্ন গাছের চারা! 'কোকেডামা'য় মজেছেন চন্দ্রকোনাবাসী
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/চাকরি/
Primary Tet: ২০২২ এর টেট উত্তীর্ণদের জন্য বড় খবর! শনিবার সন্ধ্যা থেকেই ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল