TRENDING:

Crime News: GPS বন্ধ করে রুট বদল, নিউজিল্যান্ডে কিশোরীকে ধর্ষণ! ৭ বছরের জেল ভারতীয় উবার চালকের

Last Updated:

Crime News: নিউজিল্যান্ডে এক কিশোরী যাত্রীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় এক ক‍্যাব চালক। অভিযুক্তের নাম সতবিন্দর সিং, যিনি হ্যামিলটনে বসবাস করতেন। আদালত তাঁকে ৭ বছর ২ মাসের কারা বাসের আদেশ দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডে এক কিশোরী যাত্রীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় এক ক‍্যাব চালক। অভিযুক্তের নাম সতবিন্দর সিং, যিনি হ্যামিলটনে বসবাস করতেন। আদালত তাঁকে ৭ বছর ২ মাসের কারা বাসের আদেশ দিয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ দিল্লির বিয়েতে ‘জুবান কেশরী’ বলার অনুরোধ; মজাদার উত্তর ভাইরাল, শাহরুখ খান এমন করবেন কে জানত

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। ১৭ বছরের ওই কিশোরী রাতে একটি বারের সামনে থেকে উবার বুক করেন। স্বাভাবিক পথ না ধরে, চালক সতবিন্দর সিং গাড়ির জিপিএস বন্ধ করে রুট পরিবর্তন করেন। এরপর জোর করে গাড়ির দরজা লক করে যাত্রীকে আক্রমণ করেন। কিশোরী বারবার “না” বলে অনুরোধ করলেও তিনি শোনেননি।

advertisement

আদালতে বিচারক জানান, উবার চালক হিসেবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাঁর ছিল। কিন্তু তিনি সেই বিশ্বাসকে নির্মমভাবে ভেঙে দিয়েছেন। কোর্টে জমা দেওয়া নথি অনুযায়ী, অভিযুক্তের আচরণ ছিল “খুবই রূঢ় ও আঘাতমূলক।” ঘটনার পর মানসিক আঘাতে ভেঙে পড়েছেন ওই কিশোরী। তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন, সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং এখনও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

সতবিন্দর সিং আদালতে দাবি করেন, ঘটনাটি ছিল “সম্মতিতে”, কিন্তু আদালত তা একেবারেই প্রত্যাখ্যান করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিউজিল্যান্ডে রাইড-শেয়ার পরিষেবা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে রাতের বেলা একা যাতায়াতের ক্ষেত্রে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Crime News: GPS বন্ধ করে রুট বদল, নিউজিল্যান্ডে কিশোরীকে ধর্ষণ! ৭ বছরের জেল ভারতীয় উবার চালকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল