ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্প্লিটসভিলার টিমটি তখন মধ্যাহ্নভোজনের জন্য বিরতিতে ছিল। হঠাৎ সেখানে এসে উপস্থিত হন সানি। ডাইনিং এরিয়াতে প্রবেশ করে তিনি প্রায় রেগেমেগেই জিজ্ঞাসা করেন, লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরেও তারা ডাউনিং-এ কী করছেন! সেই সঙ্গে তিনি তাদের ওখান থেকে বেরিয়ে কাজে যোগ দেওয়ার কথাও বলেন। যদিও কেউই গুরুত্ব সহকারে নেননি সানি লিওনকে।
advertisement
ভিডিওটি পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “Prank gone wrong #SunnyLeone #SplitsvillaX3 @mtvsplitsvilla #OnSets #BTS,"
বিক্রম ভাট (Vikram Bhatt) পরিচালিত অ্যাকশন-থ্রিলার ওয়েব সিরিজ অনামিকা (Anamika) দিয়ে ডিজিটাল মাধ্যমে আত্মপ্রকাশ করতে প্রস্তুত সানি। অভিনেত্রী এই সিরিজটিতে অ্যাকশন সিকোয়েন্সে নিযুক্ত হবেন। এ সিরিজে তাঁর সহশিল্পী হিসাবে রয়েছেন সোনালি সায়গল(Sonnalli Seygall)। এই সিরিজে মোট ১০টি পর্ব থাকছে।
প্রসঙ্গত, স্প্লিটসভিলা-র সেট থেকে এর আগেও নানা ধরণের মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায় অভিনেত্রী সানি লিওনকে। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মেকআপ রুমে সানি লিওনকে পোশাক পরাতে গিয়ে একপ্রকার নাজেহাল অবস্থা সকলের। যার জেরে প্রায় হইচই পড়ে যায়। অনেকক্ষণ প্রায় যুদ্ধ চালানোর পর একজন হাল ছেড়ে দিলেও অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যান বাকি দু’জন। তাদের মধ্যে একজন আবার হাতে চোটও পান। গাউনের সাইজ কিছুটা ছোট থাকার কারণে পিছন দিক দিয়ে চেন লাগাতে গিয়ে এমন অবস্থা হয় সকলের।
