এবার, 'সঙ্গীত' অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করতে দেখা গেল ওম-মিমি-কে। বন্ধ ঘরে, আয়নার সামনে ''শাড়ি কে ফলস কভি টাচ কিয়া রে/ কভি তোর দিয়া দিল, কভি ক্যাচ কিয়া রে।'' গানে জমিয়ে নাচলেন মিঞা-বিবি!
দেখুন সেই নাচের ভিডিও--
যদিও ওম-মিমি খোলসা করে বলেননি, কিন্তু যে এটি তাঁদের সঙ্গীত অনুষ্ঠানের মহড়া তা বুঝে নিতে কারও বাকি নেই। ৩ ফেব্রুয়ারি সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে পরিবারের উপস্থিতিতে আইনি মতে আগেই বিয়ে সেরে রেখেছেন দুজনে। চলতি বছরের প্রথম দিনই মিমি-ওম-এর রেজিস্ট্রির ছবিতে তাক লেগেছিল অনুরাগীদের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা । প্রসঙ্গত সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ধারাবাহিক 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে মিমি দত্তকে।
