TRENDING:

আর ক'দিন বাদেই বিয়ে, বন্ধ ঘরে 'শাড়ি কে ফলস' গানে তুমুল নাচ ওম-মিমির, ভিডিও মারকাটারি ভাইরাল

Last Updated:

কাউন্টডাউন শুরু করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি মিমি দত্ত ও ওম সাহানি। আর কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার এই তারকা জুটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাউন্টডাউন শুরু করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি মিমি দত্ত ও ওম সাহানি। আর কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার এই তারকা জুটি। কখনও বিয়ের কাউন্টডাউন দিয়ে ছবি পোস্ট। কখনও আবার আইবুড়ো ভাত স্পেশাল ছবি। বিয়ের আগে ফ্যানদের ব্যস্ত রাখতে কোনও কসরতই বাদ রাখছেন না কপোত-কপোতি! ৱ
advertisement

এবার, 'সঙ্গীত' অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করতে দেখা গেল ওম-মিমি-কে। বন্ধ ঘরে, আয়নার সামনে ''শাড়ি কে ফলস কভি টাচ কিয়া রে/ কভি তোর দিয়া দিল, কভি ক্যাচ কিয়া রে।'' গানে জমিয়ে নাচলেন মিঞা-বিবি!

দেখুন সেই নাচের ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

যদিও ওম-মিমি খোলসা করে বলেননি, কিন্তু যে এটি তাঁদের সঙ্গীত অনুষ্ঠানের মহড়া তা বুঝে নিতে কারও বাকি নেই। ৩ ফেব্রুয়ারি সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে পরিবারের উপস্থিতিতে আইনি মতে আগেই বিয়ে সেরে রেখেছেন দুজনে। চলতি বছরের প্রথম দিনই মিমি-ওম-এর রেজিস্ট্রির ছবিতে তাক লেগেছিল অনুরাগীদের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা । প্রসঙ্গত সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ধারাবাহিক 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে মিমি দত্তকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আর ক'দিন বাদেই বিয়ে, বন্ধ ঘরে 'শাড়ি কে ফলস' গানে তুমুল নাচ ওম-মিমির, ভিডিও মারকাটারি ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল