মা ও তাঁর সন্তানের ভালোবাসার সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি পরিচালক তুহিন সিনহার ‘চরকি’। অভিনেত্রী হতে চাওয়া এক কম বয়সী মেয়ের সঙ্গে বিয়ে হয় বছর চল্লিশের এক পুরুষের। নিজের কেরিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে যে মেয়ে মা হতে চাইনি একটা সময়ে, মাতৃত্বের স্বাদ পেতে মরিয়া সেই মেয়ের মধ্যে কাজ করে এক অন্য ধরনের আকুতি, ভিন্ন সত্ত্বা। শেষমেশ নানা চড়াই, উতরাই, ঘাত, প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে রিমি-র জীবন আলেখ্য। ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়ে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় কেরিয়ার সর্বস্ব রিমি।
advertisement
আরও পড়ুন: শাহরুখ-কাজল নাকি শোভন-বৈশাখী? কাশ্মীরে আদরে মাখামাখি ছবি ফের ভাইরাল...
বাংলা ওযেব সিরিজ ‘চরকি’-তে সৌমিত্র কুন্ডুর সঙ্গীত পরিচালনায় ইন্দ্রাণী সেনের কন্ঠে অনেক বছরের ব্যবধানে আবারও রবীন্দ্র সঙ্গীত উপহার পাবে বাংলা চলচ্চিত্র অনুরাগীরা। ‘চরকি’তে এক গুরূত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলা সিনেমার অতি পরিচিত মুখ খরাজ মুখোপাধ্যায়কে। ওয়েব সিরিজে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। নিজের অভিনয় দক্ষতার গুণে চিকিৎসকের চরিত্রটিকে ভিন্ন এক মাত্রা দিয়েছেন খরাজ মুখোপাধ্যায়। রিমির চরিত্রে দেখা যাবে শ্রেয়াসা ঘোষকে।
আরও পড়ুন: 'আমার শাড়িতে কালি ছেটালে মোবিল ঢালতে জানি', চক্রান্তের অভিযোগে হুঁশিয়ারি মমতার
মূলত শ্রেয়াসাকে ঘিরেই মোড় বদলে এগোতে থাকে ‘চরকি’-র গল্প। অনন্তর চরিত্রে অভিনয় করছেন প্রবীর ভৌমিক। ‘চরকি’-র নাম ভূমিকায় দেখা যাবে দেবকন্যা হাজরাকে। এছাড়াও ‘চরকি’ ওয়েব সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তপন রায়, কাজু হালদার, বনশ্রী রায়, অনুসূয়া পাত্র, ইতি দাস, শতাব্দী দাস, অরিত্র। বাংলা ওয়েব সিরিজের দুনিয়ায় অন্য স্বাদের গল্প নিয়ে আসা ‘চরকি’-তে চিত্রগ্রহণ করেছেন পার্থ রক্ষিত। বাংলা ওয়েব সিরিজের দুনিয়ায় ‘চরকি’ মাইলস্টোন হয়ে থাকবে, এমনটাই আশা পরিচালক তুহিন সিনহার।
PARADIP GHOSH
