ছেলের জন্য প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন হয়। ফল খেতে ভালোবাসে সাড়ে তিন বছরে শেখ শাহিদ। কিন্তু সেসব কিছুই কিনতে পারছেন না শামসের। এমনি সময় ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার হয় শাহিদের বাবার। আচমকা লকডাউনে ঘরে জরুরি খাদ্য জমা করতে পারেননি তিনি। এমনিতে বাইরে বেরোনো বন্ধ। তাই বিকল্প কাজের জোগাড় করতে পারছেন না বেহালা মুচিপাড়ার এই বাসিন্দা।
advertisement
গত বছর শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় ডাইপার পড়ে ডান হাতে নিখুঁত ব্যাটিং করছেন এক খুদে। তখন শাহিদের বয়স ছিল মাত্র আড়াই বছর। তখন থেকেই ব্যাট হাতে সাবলীল ওই খুদে। নিখুঁত স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, শ্যাডো প্র্যাকটিস। পড়াশোনায় হাতেখড়ি না হওয়া ছেলেটার ব্যাট হাতে হাতেখড়ি হয়ে গেছে ওই দু-আড়াই বছর বয়সেই। এই ভিডিও দেখে মুগ্ধ বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা। প্রথমে মাইকেল ভন, ব্র্যাড হগরা নাম না জানা এই ছেলেটির ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে আপলোড করেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করে বিরাটের উদ্দেশ্যে লেখেন,এই ক্রিকেটারকে কোহলি দলে নেবেন কিনা। খুদের ব্যাটিং ভিডিওটি দেখে মুগ্ধ বিরাট জানতে চান ছেলেটা কোথাকার। তারপরই খোঁজ পরে ছেলেটির সম্বন্ধে। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় ছেলেটি কলকাতার, তাও আবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ির থেকে কিছুটা দূরত্বেই থাকেন শেখ শাহিদ।
সেই শাহিদের ক্রিকেটার হওয়ার অনিশ্চয়তার মুখে। এমনিতেই অনুশীলন বন্ধ বিবেকানন্দ পার্কে। বাড়িতেও ছেলেকে নিয়ে প্র্যাকটিস করাতে পারছেন না শেখ শামসের। দুবেলা ভাত জোগাড় করতেই রাতের ঘুম উড়ে গেছে। এখন দেখার যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন।
ERON ROY BURMAN
