কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামকেও রাতারাতি কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে ৷ এবার এই কাজে মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েও ৷ তিনি জানিয়েছেন, প্রয়োজনে ইডেনকেও ব্যবহার করা হোক কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ৷
সৌরভ বলেন, রাজ্য সরকার যদি মনে করে, তাহলে ইডেনের পরিকাঠামো ব্যবহার করা যেতেই পারে করোনা ভাইরাসের মোকাবিলায়। প্রয়োজনে ইডেনের ডরমেটারিও ব্যবহার করা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই প্রস্তাব দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রয়োজন মনে করেন, সৌরভের প্রস্তাব গ্রহণ করতে পারেন।
advertisement
Location :
First Published :
March 25, 2020 1:13 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
প্রয়োজনে ইডেনে হোক কোয়ারেন্টাইন সেন্টার, করোনা যুদ্ধে মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস সৌরভের
