করোনায় আক্রান্ত হওয়ার পর লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারাহ ৷ তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর ৷ সোমালিয়ায় ক্রীড়ামন্ত্রীর পরামর্শদাতার কাজ করছিলেন তিনি। সোমালিয়ার বেলেদওয়েনে বলে একটি শহরে জন্ম ফারাহর ৷ একটা সময় সোমালিয়ার জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ফারাহ ৷
Location :
First Published :
March 27, 2020 9:08 AM IST
