এইরকম লড়াইকে কুর্নিশ জানিয়েই এক অন্যরকমের কাজ করে ফেললেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের মাথা নিজেই কামিয়ে ফেলার ভিডিও দিয়েছেন তিনি ৷ ট্রিমার দিয়ে নিজের মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়েছেন ওয়ার্নার ৷
ভিডিওটি টাইম ল্যাপস ভিডিও, যাতে ঝটিতে দেখা যাচ্ছে নিজের মাথার চুল কেমন করে মুড়িয়ে ফেলছেন অজি তারকা ৷ নিজের ভিডিও ট্যাগলাইনে তিনি লিখেছেন, ‘Been nominated to shave my head in support of those working on the frontline #Covid-19 here is a time lapse. I think my debut was the last time I recall I’ve done this. Like it or not?? ’ অর্থাৎ Covid-19 র সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন তাঁদের কুর্নিশ জানাতে তাঁকে চ্যালেঞ্জ জানানো হয়েছে, আমি মনে করতে পারি না আমার অভিষেকের পর থেকে কখনও আমি এরকম করেছি ৷ ভালো লাগল না লাগল না? ’
advertisement
দেখে নিন এই ভাইরাল ভিডিও
এদিকে ওয়ার্নার নিজের এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একাধিক ক্রিকেটারের দিকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ৷ ওয়ার্নার চ্যালেঞ্জ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও ৷ এছাড়াও তাঁর চ্যালেঞ্জের তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মার্কাস স্টোয়নিসের মতো তারকারা৷
এবার কোহলিও কী ন্যাড়া হবেন , চ্যালেঞ্জ গ্রহণ করে কি বিরাট কোহলি নিজের শখের চুল কেটে ফেলবেন? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
