বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘আমাদের সবার আগে দেশের কথা ভাবতে হবে। আগে পরিস্থিতি ভাল হোক, তার পরে আমরা আইপিএলের কথা ভাবব। আগে তো জীবন স্বাভাবিক হতে হবে।’’
এর আগে ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনের সঙ্গেও ভিডিও চ্যাটে কথা হয় রোহিতের ৷ সেখানে কেপি রোহিতকে জিজ্ঞেস করেন, এই পরিস্থিতিতে আইপিএল হওয়া সম্ভব কী না ৷ রোহিত তখন বলেছিলেন, পরিস্থিতি সব ঠিক হলে, হয়তো আয়োজন করা সম্ভব ৷ এই সঙ্কট কেটে গেলে নিশ্চয়ই আইপিএল হতে পারে। দেখা যাক কী হয়।
advertisement
Location :
First Published :
March 27, 2020 8:30 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘‘আইপিএলের কথা এখন ভুলে যান, আগে করোনা সঙ্কট থেকে দেশ মুক্তি পাক:’’ রোহিত শর্মা
