Oscars 2017: অস্কার অনুষ্ঠানে নজর কাড়লেন প্রিয়াঙ্কা

Feb 27, 2017 05:31 PM IST
1 of 6
 • গত বছরের মতোও এবারেও অস্কারের রেড কার্পেটে হাজির কোয়ান্টিকো গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ৷ র‌্যালফ অ্যান্ড রুশো–র মুক্তো রঙা গাউনে ঝড় তুললেন অনুরাগীদের মনে ৷ এমা স্টোন, নিকোল কিডম্যান, মেরিল স্ট্রিপের পাশাপাশি রেড কার্পেটে পিগি চপ্পসের গ্ল্যামারাস উপস্থিতি কেড়ে নেয় সমস্ত ক্যামেরার নজর ৷

  গত বছরের মতোও এবারেও অস্কারের রেড কার্পেটে হাজির কোয়ান্টিকো গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ৷ র‌্যালফ অ্যান্ড রুশো–র মুক্তো রঙা গাউনে ঝড় তুললেন অনুরাগীদের মনে ৷ এমা স্টোন, নিকোল কিডম্যান, মেরিল স্ট্রিপের পাশাপাশি রেড কার্পেটে পিগি চপ্পসের গ্ল্যামারাস উপস্থিতি কেড়ে নেয় সমস্ত ক্যামেরার নজর ৷

 • বলিউড কন্যার হলিউড সফরের খবর এখন মধ্যযুগীয় ইতিহাস ৷ হলিউডের মাটিতে নিজস্ব ছাপ ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাই গোল্ডেন গ্লোবস, পিপল্‌স চয়েস অ্যাওয়ার্ডের মতো হলিউডের সেরা পুরস্কার বিতরণীর রেড কার্পেট ও মঞ্চে পিগি চপ্পস এখন চেনা মুখ ৷ শেষবারের মতো এবারও অস্কারের স্টেজে প্রেজেন্টারের ভূমিকায় দেখা গেল প্রিয়াঙ্কাকে । Image: AP Exchange

  বলিউড কন্যার হলিউড সফরের খবর এখন মধ্যযুগীয় ইতিহাস ৷ হলিউডের মাটিতে নিজস্ব ছাপ ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাই গোল্ডেন গ্লোবস, পিপল্‌স চয়েস অ্যাওয়ার্ডের মতো হলিউডের সেরা পুরস্কার বিতরণীর রেড কার্পেট ও মঞ্চে পিগি চপ্পস এখন চেনা মুখ ৷ শেষবারের মতো এবারও অস্কারের স্টেজে প্রেজেন্টারের ভূমিকায় দেখা গেল প্রিয়াঙ্কাকে । Image: AP Exchange

 • জ্যামিতিক নকশার র‌্যালফ অ্যান্ড রুশো–র ক্লাসিক গাউনের সঙ্গে নজর কাড়ে প্রিয়াঙ্কা সিম্পল ইয়েট গ্ল্যামারাস স্টাইল ৷ সঙ্গে কানে ডায়মন্ডের ঝোলা দুল দু’হাতে ছোট ছোট সাদা পাথরের কাজ করা রিস্টলেট ৷ গাউনের সঙ্গে সাইড পার্ট করে চুল খোলাই রেখেছিলেন প্রিয়াঙ্কা ৷

  জ্যামিতিক নকশার র‌্যালফ অ্যান্ড রুশো–র ক্লাসিক গাউনের সঙ্গে নজর কাড়ে প্রিয়াঙ্কা সিম্পল ইয়েট গ্ল্যামারাস স্টাইল ৷ সঙ্গে কানে ডায়মন্ডের ঝোলা দুল দু’হাতে ছোট ছোট সাদা পাথরের কাজ করা রিস্টলেট ৷ গাউনের সঙ্গে সাইড পার্ট করে চুল খোলাই রেখেছিলেন প্রিয়াঙ্কা ৷

 • গত বছর প্রিয়াঙ্কা অস্কার অনুষ্ঠানে পড়েছিলেন লেসি জুহের মুরাদ–এর লেসের কাজ করা গাউন ৷ এবারও পিগি চপ্পস অস্কার কালার হিসেবে সাদাকেই বেছেছিলেন ৷

  গত বছর প্রিয়াঙ্কা অস্কার অনুষ্ঠানে পড়েছিলেন লেসি জুহের মুরাদ–এর লেসের কাজ করা গাউন ৷ এবারও পিগি চপ্পস অস্কার কালার হিসেবে সাদাকেই বেছেছিলেন ৷

 • কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ফিল্ম ‘বেওয়াচ’ ৷ মুখ্য তারকা জয়িন জনসনের সঙ্গে রেড কার্পেটেও দেখা গেল তাঁকে ৷

  কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ফিল্ম ‘বেওয়াচ’ ৷ মুখ্য তারকা জয়িন জনসনের সঙ্গে রেড কার্পেটেও দেখা গেল তাঁকে ৷

 • হলিউডি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র দৌলতে হলিউডেও খ্যাতি অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ গোয়েন্দা অ্যালেক্স প্যারিসের চরিত্রে বলিউড কন্যার অভিনয় দর্শকদের সঙ্গে সঙ্গে বহু হলিউডি পরিচালকের মনও কেড়েছে ৷

  হলিউডি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র দৌলতে হলিউডেও খ্যাতি অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ গোয়েন্দা অ্যালেক্স প্যারিসের চরিত্রে বলিউড কন্যার অভিনয় দর্শকদের সঙ্গে সঙ্গে বহু হলিউডি পরিচালকের মনও কেড়েছে ৷

 • গত বছরের মতোও এবারেও অস্কারের রেড কার্পেটে হাজির কোয়ান্টিকো গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ৷ র‌্যালফ অ্যান্ড রুশো–র মুক্তো রঙা গাউনে ঝড় তুললেন অনুরাগীদের মনে ৷ এমা স্টোন, নিকোল কিডম্যান, মেরিল স্ট্রিপের পাশাপাশি রেড কার্পেটে পিগি চপ্পসের গ্ল্যামারাস উপস্থিতি কেড়ে নেয় সমস্ত ক্যামেরার নজর ৷
 • বলিউড কন্যার হলিউড সফরের খবর এখন মধ্যযুগীয় ইতিহাস ৷ হলিউডের মাটিতে নিজস্ব ছাপ ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাই গোল্ডেন গ্লোবস, পিপল্‌স চয়েস অ্যাওয়ার্ডের মতো হলিউডের সেরা পুরস্কার বিতরণীর রেড কার্পেট ও মঞ্চে পিগি চপ্পস এখন চেনা মুখ ৷ শেষবারের মতো এবারও অস্কারের স্টেজে প্রেজেন্টারের ভূমিকায় দেখা গেল প্রিয়াঙ্কাকে । Image: AP Exchange
 • জ্যামিতিক নকশার র‌্যালফ অ্যান্ড রুশো–র ক্লাসিক গাউনের সঙ্গে নজর কাড়ে প্রিয়াঙ্কা সিম্পল ইয়েট গ্ল্যামারাস স্টাইল ৷ সঙ্গে কানে ডায়মন্ডের ঝোলা দুল দু’হাতে ছোট ছোট সাদা পাথরের কাজ করা রিস্টলেট ৷ গাউনের সঙ্গে সাইড পার্ট করে চুল খোলাই রেখেছিলেন প্রিয়াঙ্কা ৷
 • গত বছর প্রিয়াঙ্কা অস্কার অনুষ্ঠানে পড়েছিলেন লেসি জুহের মুরাদ–এর লেসের কাজ করা গাউন ৷ এবারও পিগি চপ্পস অস্কার কালার হিসেবে সাদাকেই বেছেছিলেন ৷
 • কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ফিল্ম ‘বেওয়াচ’ ৷ মুখ্য তারকা জয়িন জনসনের সঙ্গে রেড কার্পেটেও দেখা গেল তাঁকে ৷
 • হলিউডি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র দৌলতে হলিউডেও খ্যাতি অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ গোয়েন্দা অ্যালেক্স প্যারিসের চরিত্রে বলিউড কন্যার অভিনয় দর্শকদের সঙ্গে সঙ্গে বহু হলিউডি পরিচালকের মনও কেড়েছে ৷

লেটেস্ট ছবি