অ্যামাজনের শঙ্কর এবার অ্যাকশন প্যাকড কবীর ! দেখুন দেবের নতুন রূপ
Last Updated:
প্রচুর সমালোচনা দেবকে ঘিরে ৷ কখনও দেবের অভিনয়, কখনও চাঁদের পাহাড়ের শঙ্কর ৷
#কলকাতা: প্রচুর সমালোচনা দেবকে ঘিরে ৷ কখনও দেবের অভিনয়, কখনও চাঁদের পাহাড়ের শঙ্কর ৷ ইন্টারনেট ট্রোল তো অসংখ্য ৷ কিন্তু নায়ক-সাংসদ দেব কিন্তু এসবকে গ্রাহ্যই করেন না ৷ নিজেকে ভেঙে চুড়ে, নানা চ্যালেঞ্জ নিয়ে একের পর ছবি উপহার দিচ্ছেন দর্শকদের ৷ আর প্রত্যেকটি ছবিই আগেরটির থেকে একেবারে আলাদা !
অ্যামাজান অভিযান বক্স অফিসে ঝড় তুলেছে ৷ তবে দেবের অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সিনে মহলে ৷ এবার দেব আসছেন কবীর হয়ে ৷ একেবারে অ্যাকশন প্যাকড ৷ ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ৷ বছরের শুরুর দিনেই প্রকাশ্যে এল দেবের ‘কবীর’ ছবির স্নিক-পিক ৷
অনিকেতের নতুন ছবি ‘কবীর’-এ একসঙ্গে দেখা যাবে দেব ও রুক্মিণীকে ৷ এই ছবির শুধু প্রযোজকের দায়িত্বই নয়, সহকারী পরিচালকের দায়িত্বও সামলাবেন দেব ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2018 6:14 PM IST









